ভালবেসে একদিন বলেছিনু তাকে
কিছু যদি চাই ওগো -দিবে আমাকে?
লাজ ভরা মুখে চেয়ে বলেছিল হায়
কী এমন দেবার আছে বলোনা আমায়!
জড়তার বাঁধ ভেঙে অবশেষে বলি-
চলো না আমরা দু'জন পাশাপাশি চলি,
পাশাপাশি হাত ধরে সারাটি জীবন
হয়ে যাই চিরতরে আমরা আপন।
হাত দুটি ধরে সে বলেছিল মোরে-
নিয়ে চলো প্রিয়তম তোমারি ঘরে;
সঁপে দিলাম এই মন তোমার কাছে
চিরদিন থেকো তুমি এমনি পাশে।
সেই থেকে দু'জনের একসাথে চলা
দুটি দেহ এক মন-এক কথা বলা,
সেই থেকে সুখ দুখ ভাগাভাগি করে
বেঁচে আছি দু'জনে- দু'জনার তরে।
৯/৭/২০১৭