কাছে এসে বসো না সখী একটু কথা বলি
তুমি বিহনে সারাটা দিন উদাস হয়ে চলি,
অনেক কথা জমানো আছে বলবো যে তোমায়
ভালবাসারা ব্যাকুল হয়ে বুকের মধ্যে ঘুমায়।
চাঁদনী রাতে হাতটি ধরে হাঁটবো মোরা দুজন
লোক লজ্জার কিসের ভয়? জানবে না তো কুজন,
তোমায় নিয়ে কারুপল্লী বেড়াতে যাবো আমি
কিনে দিবো শো-রুম থেকে যা চাও নামিদামি।
ভয় পাচ্ছ? কিসের ভয়? আমি থাকবো সাথে
পার্কে গিয়ে বসবো দুজন নরম দুর্বা ঘাসে,
মনের যত কথা আছে বলবো তোমায় আজ
আহা! আমি কী পর কেউ? পাচ্ছ কেন লাজ?
২১/৮/২০১৬