যাকে আমি ভালবাসি
সে থাকে বহুদুর,
দু'জনের মাঝখানে
বিস্তৃত সমুদ্দুর।
যাকে আমি ছুঁতে চেয়ে
দেই হাত বাড়িয়ে,
ছুঁতে কভু দেয়না সে
নেয় মুখ ফিরিয়ে।
রাত জেগে যার কথা
ভাবি বসে আনমনে,
চোখে সে অন্য কারো
ছবি আঁকে প্রতিক্ষণে।
যাকে আমি পেতে চাই
বোঝেনা সে কোন কিছু,
তবু তাকে ভালোবেসে
ছায়া হয়ে নিই পিছু।