এমনিতেই অনেক সুখে আছি
যারা যাবার চলেই গেছে তারা
মন খারাপের দিনে তাদের ভেবে
হয় না এখন চিত্ত দিশেহারা,

মনের ভেতর লুকিয়ে রাখা প্রেম
আহ্লাদী বহু প্রণয় সাক্ষী রাত
দেয় না ব্যথা আগের মতন আর
মন খোঁজে না তুচ্ছ অজুহাত,

নিটোল হাসি কিংবা গোলাপ শ্বাস
ঝড় তোলে না বুকের মধ্যখানে
শেষ বিকেলের অবসন্ন আয়ু
শিখে গেছে ভালো থাকার মানে।