মৃদু পায়ে হেঁটে যায় সকালের রোদ, চিড় ধরা ঘামে-
ভিজে যাওয়া ঝাপসা দৃষ্টি খোঁজে শ্রাবণের ছায়া,
পোড়া লাভার গন্ধে ভারী হয় বহু পথ পাড়ি দেয়া
ক্লান্ত শরীর;
সন্ধির বিনিময়ে অগ্নিপাত্র কুড়ায় একবিংশ শতাব্দীর কাক,
বিকেলের আগুনে হাতড়ে খোঁজে সে
নিজের অন্ত্যেষ্টিক্রিয়ায় জ্বালাতে ধূপের ছাই!
অবশেষে, নেমে এলে পশ্চিমে সন্ধ্যা
প্রিয় কারোর চুমু দেয়া ঠোঁটে জ্বালিয়ে রাখে
আগুনের মশাল! পুরনো অজস্র স্মৃতি
এখনো পোড়াতে বাকি_