ঝগড়ায় মেতে আছে টোনা আর টুনি
টোনা বলে,
তোমা হতে আমি করি ঢের বেশি খাটুনি,
তুমি শুধু বসে বসে তা দাও ডিম
খাবার তো নিয়ে আসি আমি অগ্রিম;
ইয়া..বড় চোখ করে চেয়ে থাকে কাকে
এই বুঝি ছোঁ মেরে তুলে দেয় পাকে।
আজ থেকে মোর কাজ তুমি বুঝে নাও
দ্যাখো কতো স্বাদে রাধি কোরমা-পোলাও।
সব শুনে টুনি হেসে বলে ওগো শোনো
মিছে কেনো মন কোণে সন্দেহ বোনো,
খুঁজে খুঁজে তুমি আনো আমাদের খাবার
আমি তো আগলে রাখি এই পরিবার!
তা দিয়ে ডিম থেকে বের করি বাচ্চা
সন্তান কোলেপিঠে গড়ে তুলি সাচ্চা;
ধোয়াধুয়ি গোছগাছ আরো কতো কাজ
একবার ভেবে তুমি করো আন্দাজ__
টোনা-টুনি ভুলে যায় সব অভিমান
সংসার দু'জনার, আছে সম অবদান,
পাশাপাশি বসে ওরা সুর করে বলে
কতো সুখে আছি মোরা এই জঙ্গলে,
সংসারে দু'জনের কারো কাজ কম না
মিছেমিছি কোনোদিন করবো না বাহানা।