সূর্য উঠুক বা না উঠুক থোরাই কেয়ার!
রক্তাক্ত বীরের দৃষ্টি প্রতিশ্রুত প্রতিশোধে,
সিঁদুরের আল্পনা মেখে বেয়নেট তাকিয়ে রয়
অসীম শূন্যতায়
জয়ের উল্লাসে__
বিস্ময়ে!
অবসাদের দীর্ঘ প্রহর শেষে
হয়তো নামবে শীতল বর্ষা এখনই!
ক্ষতস্থান পঁচে দূর্গন্ধ ছড়ানোর আগেই
স্নান করে ফ্রেশ হওয়া চাই!
এখনো অনেকটা পথ বাকি, শ্বাপদ সংকুল গিরিপথ পেরিয়ে
বিজয়ের পতাকা উড়াবো এবার
সুউচ্চ ঐ শৃঙ্গে।
রচনাকালঃ- ২৯/৬/২০২০