পুরনো টেবিলে জমা আছে স্মৃতি
উইয়ে খাওয়া পাতায়
লিখে রেখেছি সব দেনা...
বুকের দেয়ালে টাঙানো ঘড়িটা জানে অতীত সময়!
বটবৃক্ষের স্নেহের শাসন জমা আছে তার বুকে
কাদা মাটির ব্যাপ্তিতে তার পদচিহ্ন নকশায় আঁকা_
শেকড়ে মাথা ন্যূয়ে রোজ তার কানে বলি, 'আমি এখনো তোমার সেই রেখে যাওয়া আগের মতন'
বহুকাল আগে চলে যাওয়া প্রশান্তির মুখগুলো চাঁদের আকার
বয়স বাড়ে না কারোর
তারা চলে গেছে তাদের শ্রেষ্ঠ সময়ে।
প্রতিদিন নিজেকে ভেঙে গড়ে তুলি তাঁদের সুউচ্চ সমুন্নত সিংহাসন।