একদিন ব্যবধানের এই সিংহাসন লুটাবে ধুলায়
লোহার প্রাচীরে বন্দি বিশ্বাসের বাঁধ ভেঙে যাবে ঠিক
হয়তো সেদিন তোমার পরিত্যক্ত হৃদয়ের মন্দিরে
ফুল হাতে আসবে না
কোনো পূর্ণাথী প্রেমিক
যে গোলাপ শুকে গেছে বহু আগে আগুন ঝরা দৃষ্টির তাপদাহে
স্মৃতির কার্ণিশে সেই শুষ্ক পাপড়িগুলোর মলিন চেহারা এখনো প্রকট
যার ছবি এঁকে আলফা সেন্টরির মতো
ভরে ফেলেছি হৃদয়ের প্রচ্ছদ
বিমূর্ত বিরহ গাঁথা পঙক্তিমালাগুলো তার বিরহে কাঁদছে এখনো বিকট