একটু আঁধার হলেই বা কী?
হাত তো আমি ছাড়ছি না,
পূর্ণিমা চাঁদ চাইছো মিছে
আঁধার জেঁকে আসুক না;
পথের দিশার হাতটা ধরে
হারাও যদি নিরব রাতে
মৃত্যুঞ্জয়ী আলোকচ্ছটা
সে নিয়ে আর ভাবছে না।


উৎসর্গঃ- তামি'কে