পলাশ ফুটেছে বনে, হৃদয়ে লেগেছে দোলা
ধূসর রাত্রি আকাশ
ঘুমহীন আঁখি খোলা।
চিত্ত গভীরে ব্যাকুলতা ভুলে গেছি বেমালুম
শঙ্কা উড়িয়ে দূরের চাঁদ
কপালেতে দিলে চুম।
অচেনা আঁধারে হায়! যতটা ছিলাম ভীত
সহাস্যে নির্জনতা বলে
মিছে তুমি শঙ্কিত।
:-ভয়ের আবেশ ছড়িয়েছে কে_ ঐ তেঁতুলের শাখা?
জ্যোৎস্না বৃষ্টিতে স্নান করে দেখো
সব বিভ্রমে মাখা।
-ক্লান্তিতে মোড়া আঁখির অশ্রুতে
তুমি কি সুনীল সিক্ত হাসি?
চাঁদের বুড়ি স্মিত হেসে বলে
স্নিগ্ধতা কভু হয়না বাসি_