কপালে তুমি হাতটি রেখে
মাপতে পারো জ্বর,
বুকের ভেতর পুড়ে নিঃশেষ
রাখলে না খবর।
তুমি শুধুই বাহির দেখো
ভেতর পুড়ে কালো,
হাসি মুখে দেখাই আমি
আছি অনেক ভালো।
সুখী মুখের অন্তরালে
দুঃখ করে খেলা,
মন জুগিয়ে চলেও সবার
জুটলো অবহেলা।
ভালো থাকার অভিনয়
করছি জীবন ভর,
শূন্য হাতেও তুষ্ট থাকি
চাই না কারোর বর।
ভালোবাসার মনটা দিয়ে
ভেতর দেখো তুমি,
তোমায় অনেক ভালোবাসি
প্রাণের চেয়েও সুমি।।
২৫/৬/২০২০