এমনকি হয়েছে কখনো
    অমানিশা শেষে সূর্য ওঠেনি ভোরে?
কখনো কি রাতের আঁধারে
    সকালকে নিয়ে গেছে চোরে?

তবে শান্ত হও_

সুখদুখ জীবনের চিরায়ত খেলা
    অন্ধকার কেটে যায় রোজ ভোরবেলা,
কষ্টের দিনে কেউ হলে ধীরস্থির
    বেদনার ক্ষত তাতে হয়না গভীর,
বিষাদের মেঘগুলো ক্ষণে ক্ষণে কাটে
    সুখদুখ তারও কাছে পাশাপাশি হাঁটে।