গভীর রাতের শিশির আমি
জীবন আমার ছন্নছাড়া
তোমার মতো সবাই দেখে
ভাবে ভীষণ গোবেচারা;

তবুও স্বপন নিয়েই বাঁচি
বাতাস দেখে অট্ট হাসি
সুখের যেন নেই কোনো শেষ
যখন, কল্পনাতে ভালবাসি;

জানি, মিথ্যে সুখের এই বসবাস
তুমি অনেক দূরের তারা
ঝাপসা ক্ষণিক স্মৃতির প্রলয়
আমি, যাযাবর এক সর্বহারা।