চারপাশে দম বন্ধ করা অদৃশ্য হাওয়া
উদাসীন ছায়ার স্পর্শে বেড়ে ওঠা জীবনবোধ, ঘৃণার পাহাড়!
নিক্ষিপ্ত অবজ্ঞার বোঝা কাঁধে তুলে
অচেনা আনন্দের মতো খুঁজেছি কিছু,
ন্যুব্জ হয়ে দেখি বিস্তীর্ণ নীলাকাশে মুক্ত বিহঙ্গে পাখিরা কিভাবে ওড়ে
হয়তো অনেক দূরে__
বহুবার হতে চেয়েছি মৃত সাগরের লবণাক্ত জলের বুদ্বুদ
বাষ্প হয়ে উড়তে চেয়েছি মহাশূন্যের রাজপথ ধরে একা__
হয়তো কোনদিন অশান্ত বেদনার আত্মাগুলোকে ভাসিয়ে দিব তরঙ্গে__
আমি হালকা হতে চাই;
ভীষণ হালকা হতে চাই
লোহিত সাগরের লবণাক্ত জলে ভেসে ভেসে
একদিন
মুক্ত আকাশ দেখার স্বপ্নে বিভোর লোকনাথী...