দু'পাশে অপরূপ শোভা গড়ে ওঠা সভ্যতা
কখনোবা অপরাজিত এভারেষ্ট
              কিংবা আগ্রার তাজমহল;
তবুও সময় নেইতো আমার থমকে যাবার,
কিসের যে টানে বয়ে চলেছি আমি
তা কেবল সম্মুখ জানে
                   গন্তব্য কত দূরে !

দুবাহু বাড়িয়ে দিয়েছি বিলিয়ে-
অফুরন্ত শস্য-পলিমাটি,
দিয়েছো তোমরাও বুক ভরা ভালবাসা
লালন-বাউল আর হাজারো শ্রেষ্ঠ স্মৃতি।

বক্ষে আমার লালন করেছি হাজারো নিমন্ত্রণ
কতো ভালবাসা কত্ত অভিমান;
কখনোবা প্লাবিত ধ্বংসযজ্ঞে হেনেছি আঘাত
                               বার বার.....

কী করবো বলো ?
হারিয়েছি নাব্যতা, এতো জল রাখবো কোথায় !

দেহে কবির সে উপমা
চির যৌবনা আজ আর নেই;
শঙ্কা শুধু হয়তবা কোনদিন মিশে যাবো সমতলে।

আজ আমি প্রাচীন পৌঢ়
তবুও সম্মুখে চলেছি ছুটে
জানিনা গন্তব্য কত দূরে
তা কেবলই সম্মুখ জানে
                 সমুদ্র কত দূরে।