মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে
কেউ বা ঘুমের ঘোরে আবার কেউ বা জেগে।
এ পৃথিবীতে একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না
যে কিনা জীবনে কোনো দিন স্বপ্ন দেখেনি।
মানুষ বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখে
মানুষ স্বপ্ন দেখে স্বপ্নের প্রয়োজনে।
তেমনি আমিও স্বপ্ন দেখি,
স্বপ্নের ভেলায় চড়ে আকাশে হেলান দিয়ে শুয়ে থাকি
কখনো বা মেঘ থেকে মেঘে ছুটাছুটি করি_
আমার স্বপ্নে কখনো বহুতল দালানের ডাষ্টবিন থাকে না
আমার স্বপ্নে কাঁচপুর ব্রীজের দীর্ঘ জ্যাম থাকেনা,
থাকেনা বায়ুদূষণ।
আমার স্বপ্ন জুড়ে কবিতায় ভালোবাসা,
বিস্তৃর্ণ ফসলের মাঠে ভরা পূর্ণিমা
একটি শান্ত নদী;
ওপাড়ের কুঁয়াশায় আকাশ নেমেছে যেন পড়শির বাড়ি।
আমার স্বপ্নে শুধু-বিস্তৃর্ণ নীলাকাশে একঝাঁক পাখি
যেখানে হাত বাড়ালেই নক্ষত্রছোঁয়া অনুভূতি।