অবশেষে বলা হয়ে গেল
না বলা অনেক কথা,
বহুবার ভীষণ বেহিসেবী ভাষায়
বলতে চেয়েছি যা;

মস্তিষ্কের গহীনে বাসা বেঁধে
এতদিন দিচ্ছিল সে উঁকি
দিচ্ছিল ভীষণ যন্ত্রণা__

আজ সে নিজেই খবরের শিরোনাম

    'অমানুষগুলো মানুষ হলো না'