বহুদূরে__
যেখানে ভাত শালিকেরা সারি করে বসে
ফিঙে-দোয়েলের শিসে অবশেষে মেলে ডানা
ভরা জোছনায় নদী জলে স্নান করে ছায়াপথ
সেখানেই আমার বাড়ি,
কর্দমাক্ত মাটিরা যেখানে ঈশ্বর, স্বর্গের সভ্যরা সব হেঁটে যায় মেঠোপথে
শুভ্র শাড়ির আঁচল
হাওয়ায় উড়ে দেয় কাশবন;
যেখানে রামধনু নদী জলে
পাল তুলে উড়ে যায় বহু পাখি
সেখানেই আমার বাড়ি;
অদূরেই নুনজিলি ছোট নদী, হুতুম পেঁচারা স্বচ্ছ কাঁচের মতো চোখে বিস্ময় ভরে দেখে
সারি সারি পাকুড়ের কতশত শুষ্ক মলিন পাতা অবিরত কেন ঝরে!
ঐ দূর গ্রামে_ হেলান দিয়ে এখনো ঘুমিয়ে থাকে ক্লান্ত আকাশ;
অকৃপণ সৌরভ বিলায়
বনেজঙ্গলে ফোটা ফুল,
অষ্টাদশীর সুকেশী খোঁপায় বসন্ত যায় ছুঁয়ে, সেখানেই আমার বাড়ি
যেখানে পাখির ডানার ঝাপটায় প্রতিদিন ভেঙে যায় সূর্যের ঘুম
রাখালের আলতো ছড়ির স্পর্শে নেমে আসে সন্ধ্যারা_
যেখানে শরতের শুভ্র মেঘেরা খেলা করে কাশবনে
আকাশের সব তারা নেমে আসে মাটির মায়ায়
মাঝরাতে,
নীলপদ্মের মতো দিঘিজলে ফুটে থাকে জোছনার বাঁধভাঙা ফুল
সেখানেই আমার বাড়ি
যাবে?