ঠোঁটে লিপষ্টিক, চোখে কাজল
মুখে তার প্রকাশ্য সস্তায় কেনা স্নো-পাউডার মাখা,
সে দাঁড়িয়ে থাকে দরজার পাশে
ভালবাসা বিলাবার তরে
কামুক চোখে।
ডাক দেয় লাজহীন মিষ্টি হেসে
পথভ্রষ্ট পথিককে।
হয়ত সারা দেয় কেউ;
সমস্ত হৃদয় জুড়ে ভয়ার্ত আনন্দের ঢেউ বয়ে যায় ।
তবুও কোন দ্বিধা নেই !
হে নগ্ন,
কার জন্য সেজেছো তুমি অপরূপ সাজে ?
সুখহীন পৃথিবীতে এ কেমন সুখ তুমি খোঁজো
পুরুষের পাষবিকতায় !
রুক্ষ ক্ষুধার্ত আঙুল বুকে ধলে চলে ভীষণ ব্যস্ততায়
নিম্নমুখী প্রচন্ড চাপে আর্তনাদ করে ওঠে জরায়ু;
তবুও নিশ্চুপ...
হঠাৎ বিস্মিত চোখে সে তাকায়-
আবছা অন্ধকারে ওকি মানুষ ! নাকি---?
হৃদয় সংগোপনে কেঁপে ওঠে,
তবুও
পালাবে কোথায়
পেটে যে বড্ড ক্ষুধা ।
দেহ তার পড়ে থাকে ব্যথার শ্মশানে
আজন্ম পাপে।
পাশের চৌকি থেকেও স্নেহহীন ভালবাসার কুৎসিত
শব্দ কানে আসে;
তবুও কষ্টের দামে সে কিনে নেয়
বিষধর সর্পরাজের নির্গলিত সাদা লোনাজল;
কারণ সে কুলটা।