পেদিয়ে তোর পিঠের ছাল
তুইল্যা ফেলমু শালা
চিনি দিস্না বলার পরেও
ক্যান্ দিছস্ চা-লা?
ইচ্ছা করছে গরম চা-টা
ফিক্কা মারি তোর মুখে
ন্যাড়া কইরা বাজার ঘুরাই
সবার সম্মুখে
আগে খাইতাম কড়া চিনি
হইছে ডায়াবেটিস
চিনির ভেতর আছে ব্যাটা
জানিস সাদা বিষ?
বেদুন চিনি লিকার দিয়া
আরেকটা চা বানা
আবার যদি দিছস্ চিনি
চোখটা করমু কানা
আজকে কিন্তু বিল দিমুনা
আজকে খামু ফাউ
এমন করে তাকাস ক্যারে?
করিস ক্যা হাউকাউ!