তোমার চোখের ভাষা পড়তে গিয়ে
ও চোখের আগুনে দাহিত হয়েছি বারবার;
কী আছে ও চোখে?
ইচ্ছে হয় ঝালপোকা বেশে মুহূর্তে হারিয়ে যাই
তোমার চোখের গভীরে, যেখানে রহস্য আবৃত এক পিপাসার্ত নগরীর আহ্বান....
অতঃপর যম বেশে তোমার তর্জনির আঘাতে পিষ্ট। তাতে কী?
হয়ত ততক্ষণে উম্মোচিত হয়ে যাবে
রহস্য আবৃত সে নগরের ইতিবৃত্ত।