একটু কাছে আয়না সখী
মনের কথা কই
মনের সাথে মন মিশিয়ে
ভাগ করে তা লই,
সম্মতি তুই একটু দিলেই
বসবো সখী পাশে
না বলা সব গোপন কথা
বলবো অবকাশে;
তারার উপর সাজিয়ে তারা
লিখবো তোকে চিঠি
আদান-প্রদান গোপন রবে
জানবে না ভাই মিঠি,
তোকে ছাড়া ভাল্লাগেনা
আনবো নিজের বাড়ি
লক্ষ্মী সোনা মান করে না
আর করে না আড়ি;
হানিমুনে ঘুরতে সখী
যাবো অষ্ট্রেলিয়া
তার আগেই পালিয়ে তোকে
কইরা লইমু বিয়া,
লজ্জা শরম শিকে তুলে
লিখছি পদ্য ছড়া
সত্যি সখী তুই বিহনে
জীবন এখন খরা;
চুড়ি নূপুর আলতা সাবান
যা খুশি তুই চাস্
এনে দেবো সব মনের মতোন
কথা দিলাম ব্যাস,
মনটা সখী নরম করে
একটু ফিরে তাকা
সহজসরল এই মানুষটারে
দিস্ না দিলে ছ্যাকা।