রাত্রি গভীর হলেই ঝাপসা দু’চোখের দৃষ্টিগুলো
স্পষ্ট হয়ে আসে,
অমানিশা অন্ধকারে লুণ্ঠিত চৈতন্যরা তখন
একে একে ফিরে আসে সংরুদ্ধ প্রকৃতির ঘরে
চেতনার সীমানায়_
অন্ধকার জানালার পাশে জীর্ণ চোয়ালের পেশি
আঁধারের আয়নায় নিজেকে চেনার ব্যাকুলতা,
অনবরত দরজায় কড়া নেড়ে যায়
লৌহশৃঙ্খল পড়া হৃদয়ের সংক্রমিত অসুখ।
সূর্যের আলোয় স্ব মুখচ্ছবি বড্ড অচেনা লাগে
সূর্যের আলোয় পরাজিত মুখ দেখাতে বড্ড দ্বিধা,
দামি প্রসাধনীর প্রলেপে ঢাকা পড়ে আছে
কুৎসিত সব ক্ষত।
আজ আঁধারের বর্ষণে আবার
মেকি আচ্ছাদনগুলো ভিজে ভিজে ঝরে পড়ুক
এই রাত্রির পায়ে।