এ কেমন বিস্ময় রোগে ধরলো আমায়
ডাক্তার কবিরাজ ওষুধ মলমে ছাড়ছেনা হায়!

বুকের ভেতর  বেঁধেছে বাসা একঝাঁক ঘূণেধরা পোকা
স্বজাতি ভেবে আশ্রয় দিয়ে পেয়েছি যে ধোঁকা,

হৃদয় আমার ভ্রষ্ম হয়েছে ক্ষরণ হয়েছে মন
আয়ু আমার পাহাড়ি নদী বাঁচবে কতক্ষণ,

মনের বেদনা মুখ ফুটে মোর হয়নি কখনো বলা
দুঃখ কেবলই নিভৃতে এসে বাড়ায় মনের জ্বালা,

বুকে আমার ব্যথার নদী সারারাত জেগে রয়
মরুর ধুলোকে নুনজিলি ভেবে তার সাথে কথা কয়,

চাঁদের আলোয় ভাঙা ঘরে মোর দৈন্যতা ফুটে ওঠে
জ্ঞানহীন তাই সারারাত জেগে দু'চারটি পঙতি জোটে,

সারারাত জেগে কাটাকুটি শেষে জুটেছে কয়েকটি চরণ
পুজোর ডালায় সাজিয়ে তাকে করে নিয়েছি বরণ,

ছেড়া কাঁথা মোর অক্ষমতায় হেসে হয় কুটিকুটি
সকাল হয়েছে কাজে যেতে হবে কবিতা তোর আজ ছুটি,

দিনকে আমি ঘৃণা করি তাই সময় পাই না বড়
রাতকে করো দীর্ঘ হে প্রভু সীমাহীন করো আরো।



29/5/2016
Kuwait City