যত রাখো দূরে তোমাতেই নিমগ্ন রবো
মিশে রবো তোমার তুমিকে ঘিরে

আমার চৌহদ্দি জুড়ে
তোমার নামে বুনেছি যে মাকড়সার জাল
সেটাই আমার অস্তিত্বের কক্ষপথ
আমি তাতেই মেতে থাকি
তোমার ভালোবাসা পেতে- এই শূন্য হৃদয়
         চিরকাল তৃষ্ণার্ত অতি

জেনে রেখো
যতবার প্রত্যাখানে সরাবে দূরে
ততবারই ফিরে আসবো আমি বিশুদ্ধ প্রেমিক