এই মৃত্যু,
অত:পর পুনঃজন্ম,
মাঝের কিছুটা ক্ষণ
দীক্ষা নিয়েছি প্রতিশোধের;
স্তম্ভিত আজ পূর্ব জন্মের চিহ্নগুলো!
বিগত জন্মের অন্তহীন অবজ্ঞা, আর
ছদ্মবেশী রাজার ঘৃণিত মুখোশ খুলে দিতে
আবার পৃথিবীতে আসা প্রতিশোধের কলম হাতে!
মৃত্যুর অনন্ত অদৃষ্টকে পায়ে দলে, যদিও
এই পুনঃজন্ম বড়ই হতাশার, এই বেঁচে থাকা বড়ই অপমানের__
২৬/৪/২০১৭