জ্যামিতিক হিসেবের প্রেম ছুঁড়ে ফেলে
পশ্চিমে হুমড়ি খেয়ে পড়ে ব্যস্ত বিকেল
চোখের কার্নিশে সংকেত ঘড়ি স্থির
পাড়ি দিতে হবে ব্যাসার্ধের দীর্ঘ পথ_
ক্লান্ত দিবাকরের চোখে নিয়মের ঘুম
গতানুগতিক ফ্রেমে বাঁধা রুটিন জীবন
কর্তব্যের হাইড্রোজেন বুকে ছুটে চলে অবিরত
আলোকবর্ষের কক্ষপথে_
একটু হিসেব কষেই বলো,
এত ব্যস্ততা সাথে প্রেম করার সময় কোথায়!