কতবার বলেছি তাঁকে
তোমার কবিতা গুলোর নাম খুব বড় হয়ে যায়
যেনো তোমার কবিতাগুলোর নামই এক একটি দীর্ঘ কবিতা।
কিন্তু সে শোনে কার কথা। কবিতার লাইন বড় হতে হতে দু থেকে তিন লাইন পর্যন্ত হয়ে যেতো। নিচে তাঁর লেখা কয়েকটি কবিতার নাম উল্লেখ করলামঃ
‘’সবাই তাতে খুঁজে পাবে আমাদের ভালবাসার গল্প’’
‘’ওই দূর নক্ষত্রে তাই আমি খুঁজি নাকো তোমাকে’’
‘’তোমার আমি আর আমার তুমি, বুঝি ইহাই একমাত্র সমাধান’’
এগুলোই হলো আমার প্রিয় কবি ফারহানা শারমীন এর কয়েকটি কবিতার নাম। এমন অনেক কবিতা আছে দীর্ঘ নামের। আমাকে খুব স্নেহ করতেন তিনি। আমি আসরে কবিতা দিলেই একগাল হেসে লিখে দিতেন ‘খুব ভাল হইছে রে ছোট লোকনাথী’। আমি তার অকৃপণ মিষ্টি হাসি-স্নেহ অনুভব করতে পারতাম। আমার প্রিয় কবি ইদানিং আসরে তেমন আর আসেন না। খুব মিস করি তাকে। জানিনা এই লেখা তিনি কখনো পড়বেন কিনা। তবে জেনে রাখো প্রিয় কবি-তোমার শুধু কবিতার নামই বড় নয়, তোমার হৃদয় আকাশ জুড়েই বিস্তীর্ণ এক কবিতার ময়দান। সেই তুমি কিভাবে আসরে না এসে থাকো ?