মুরগি চোরের বিচার আছে পুকুর চোরের নাই
সব সম্ভবের সোনার দেশে জন্মেছি যে হায় !
মন্ত্রী মশাই বেহায়া বড দাঁত কেলিয়ে হাসে
সন্ত্রাসী আর খুনি মস্তান বসে তাহার পাশে !
পুলিশ এলে গ্রামের মানুষ পালায় ভয়ে দূরে
টাকা না পেলে নিরীহ মানুষ দিবে জেলে পুরে !
র্যাব হলো খুনের রাজা ক্রসফায়ার যাকে বলে
বস্তার ভেতর লাশ ঢুকিয়ে রাখবে পানার তলে !
গণতন্ত্র যে খুন করেছে সে-ই দেশের রাজা
প্রজা জুতোর সুখ তলা তাই ঢোল তবলা বাজা !
হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়
দুদক কেবল ছাগল চোরের বারোটা বাজায় !
দেখবি চোখে শুনবি কানে মুখে দিবি তালা
বিবেক তুমি লুকিয়ে থাকো হাতে পরে বালা !