সুখের আগুনে পোড়া চোখে
যখন তাকালো সে
বহু সাধনার সুখগুলো আমার শুকিয়ে বিলিন হলো
স্যাঁতসেঁতে স্নিগ্ধ আঙিনায়
এখন
অগ্ন্যুৎপাতে ভস্মীভূত ছাইয়ের ছড়াছড়ি
উর্বর হৃদয়ের ভূমিকা জুড়ে
ঝলসে যাওয়া লাশের শব্দহীন হাহাকার–
একদিন অবসাদের ছাইয়ে
আকাশের গায়ে লিখে দিবো অভিশাপ,
এঁকে যাবো ভীষণ প্রত্যাখানে পর করে দেয়া
খুব প্রিয় সেই মানবীর পোট্রেট––