ইচ্ছে করে
পাখির ডানায় ভেসে
তোমার কাছে ছুটে যাই মাগো,
ছুটে যাই তোমার ছায়া শীতল আঁচল তলে,
আঙিনায়।
মুঠোফোনে কথা বলে তৃঞ্চা মেটেনা
মাগো,
আমি তোমার চিঠির অপেক্ষায় আছি...
০৮০০এএম