-উজির সাহেব !

:আদেশ করুন জাহাপনা।

-বাইরে এতো হট্টগোল কিসের ?

:কিছু নেমকহারাম প্রজারা বিদ্রোহ করছে জাহাপনা
তারা অধিকাংশই শাহানশাহ্’র রাজ্যের নিকাবের চাষা,
তারা এ বছরের খাজনা দিতে চাচ্ছে না জাহাপনা।

-নেমকহারাম বলছেন কেন উজির সাহেব ? নেকাবের চাষাদের জানিয়ে দিন
আগামীকাল শাহেনশাহ্ স্বয়ং রাজদরবারে তাদের আরজি শুনবেন।

:জো হুকুম জাহাপনা....

(চলবে.....)