-ভালোই ভালোই কাইটা পর
ক্ষ্যাপাস না আর কথায়,
তা-না হলে চামড়া তুইলা
ঝুলামু চৌমাথায়;
জানিস আমার আব্বাজান
এই এলাকার নেতা,
সময় এখন পোয়াবোরো
তাই তো দেখায় চেতা।
:নেতা-খেতার গুষ্টি কিলাই
পুলিশ আমার বাপ,
আমারে তুই ধমক দিয়া
পাইলি অভিশাপ;
গাঞ্জাসহ তুইলা ছবি
দিমু কোর্টে চালান,
চৌদ্দ শিকে পইচা মরবি
থাকবো না সম্মান।
"-:নেতা-পুলিশ ভাই ভাই
মোদের ভেতর বিভেদ নাই,
আসো করি কোলাকুলি
মিটিয়ে ফেলি চুলোচুলি।"