বিস্তৃত দিগন্তের আবছা দ্রাঘিমার কাঁধে
অশরীরী ছোপ-ছোপ প্রতিটি প্রতিবিম্বের ভাঁজে
সীমাহীন নক্ষত্রের দীর্ঘ অনুচ্ছেদের ছায়াপথে
আমি অনেক খুঁজেছি তোমায়_
দীর্ঘ বালুকাময় উপত্যকার শেষ প্রান্ত নীলে
ঝাউবনের গুমোট গভীরে বহুদূর_
ছায়া-স্নিগ্ধ পড়ন্ত বিকেলের গোধূলি বেলায়
আমি অনেক খুঁজেছি তোমায়।
মরূদ্যানের তপ্ত দুপুরে, পাহাড়ের আঁকাবাঁকা পথে
কিংবা আমাজনের অবিশ্বাস্য দুর্গমতায়,
চেনা রাজপথ-অচেনা গলিতে অনেক খুঁজেছি তোমায়_
পৃথিবীর বহুপথ ঘুরেছি আমি বিস্ময়ের খোঁজে
বহু গলিতে রেখেছি চোখ অসীমের দেখা পেতে;
বুঝেছি শেষে, প্রাণোচ্ছল হাসিতেই লুকিয়ে অসীম
আর মানব বিদ্বেষে লুকিয়ে আছে সীমাহীন বিস্ময়!