ভালোবাসি হয়নি তোকে বলা
কল্পনাতেই আমার একার প্রেম,
একতরফা একলা ভালোবেসে
ইচ্ছে মতো আঁকি প্রেমের ফ্রেম;

খুব গোপনে বুকের মাঝে তুই
লুকিয়ে থাকিস সবার অগোচরে,
তোকে নিয়ে চিরকুটের চিঠি
ডাইরী পাতায় লিখে রাখি ভরে;

মনের ভেতর ভালোবাসার খনি
বুক পকেটে নামটি লেখা তোর,
চাঁদের আলোয় তোর মুখটা খুঁজে
মগ্ন থাকি স্বপ্নে থাকি বিভোর;

নির্ঘুম রাত ভোর হয় প্রতিদিন
তুইময় এই ডাইরীর সব পাতা,
খুব আদরের স্পর্শে আঁকি প্রেম
প্রেম পদ্যে লিখে ফেলি যা-তা;

এমন প্রেমের পরিণয় নেই জানি
এসে যায় না কিচ্ছু আমার তাতে,
একতরফা এমন ভালোবাসায়
প্রাপ্তি-বিষাদ মাতে না সংঘাতে।