কেনো অন্ধকার এতো ভালো লাগে?
কেনো দিনকে দিন কালো রঙ প্রিয় হয়ে যাচ্ছে আমার?

বুকের ভেতর শোকযাত্রার এক কাদামাখা নদী
বিকৃত লালসার খোঁজে বয়ে চলেছে খরস্রোতা!
ঘোর অন্ধকারে আয়োজিত হবে আজ শবদেহ সম্মেলন
সেখানে প্রধান অতিথি আমি!

অথচ; আমি ছিলাম আলোর মানুষ,
পুবের উদয় ধ্বনি যার রক্তে আলোড়ন তুলতো
                                               সীমাহীন,
যার প্রিয় রংই ছিলো লাল!
সেই আমিই আজ অন্ধকারের মুগ্ধতায় ব্যতিব্যস্ত!
আশ্চর্য লাগে!

আজ আলো বলতে কিছু নেই
আজ অহঙ্কার বলতে কিছু নেই;
আজ শুধু অন্ধকারের অন্তরালে সঙ্গম খেলা
সঙ্গমের নির্গলিত ছাইয়ে আজ প্লাবিত বুড়িগঙ্গার দুই পাড়__

আজ বিষাক্ত নদীর ঢেউয়ে ভেসে এসেছে
কালো কাফনে মোড়া বেওয়ারিশ লাশ;
বুকের ভেতর জমে আছে
              একশত বছরের শোক!