নুনজিলির ঢেউয়ে আবার যদি ফিরে আসে
কৈশোরের ভেলা
বয়সের বাঁধ আমি মানবো না জেনো
গামছায় মাল্কাছা বেঁধে দূরন্ত হবো
অনাগত প্রজন্মের সাথে;
নুনজিলির ঢেউয়ে আবার যদি ফিরে আসে যৌবন-
উম্মাদ স্বপ্নগুলোকে উড়িয়ে সেদিন
অতিশয় তীক্ষ্ণ আবেগে ছোঁব আকাশের তারা
প্রবল আবেগে ছোঁব আমি মোহনার শিহরণ।
বহুদিন হলো নুনজিলি মৃতপ্রায়
বহুদিন হলো উচ্ছ্বলতার পায়ে সে পরেছে শেকল;
অবিরাম ছুটে চলা খরস্রোতার বুকে আজ বিষণ্ণ পলি
অবসন্ন শব আত্মাজুড়ে খেলা করে কিছু মরুর মাকড়সা!
(নুনজিলি একটি নদীর নাম)