একদিন এই নদীর কোন দুঃখ ছিল না
একদিন এই নদীর কোন বিষাদ ছিল না_,
তার বুকে জমা যত দুঃখ ও বিষাদ
সব মানুষের দেয়া উপহার,
সে শুধু যত্ন করে এগুলো আগলে রেখেছে এতকাল!
নদীর বুকে যত জল আছে
সবটা তার একার না, কিছুটা মানুষের।
মানুষ দুঃখ পেলেই নদীর কাছে ছুটে যেত
কেঁদে কেঁদে বেদনার অশ্রুতে ভাসাত দু’কূল;
মানুষের এইসব অনন্ত দুঃখগুলোর সংস্পর্শে
এই নদী আজ হয়ে গেছে চিরদুঃখী!
২০/৭/২০১৭