প্রথম দেখাতেই আজ সব কিছু চিনে ফেলি
পড়ে ফেলি মানুষের মন,
প্রথম ছোঁয়াতেই বুঝে যাই ভালবাসার গভীরতা
মমত্বের উষ্ণতা_
প্রথম চুম্বনেই বুঝে ফেলি সতীত্বের ঐশ্বর্য-সতীত্বের অহংকার।
একবার গন্ধ শুঁকেই বলে দিতে পারি সুগন্ধির দাম কত
গাঙচিলের ঠোঁট দেখেই বুঝে যাই জলোচ্ছ্বাসের পূর্বাভাস!
সূর্যের উত্তাপে বুঝে যাই তার বুকে কত ক্ষোভ জমা,
শিস্ শুনেই আজ বলে দিতে পারি কোন পাখি গান গায়;
নদীর স্রোত দেখেই বুঝে ফেলি মোহনাকে পাবার ব্যাকুলতা কতটুকু,
পাহাড়ের কান্না দেখেই বুঝে যাই তার বিরহের ইতিহাস...
প্রথম দেখাতেই আজ পড়ে ফেলি মানুষের মন, চিনে ফেলি তার জাত-ভাষা;
শুধু নারীর চোখের ভাষা আজো পড়া হয়নি আমার
নারীর চোখ যেন কোটি শতাব্দী আগে বিলুপ্ত হওয়া
দুর্ভেদ্য পাণ্ডুলিপির অক্ষর_
04/8/2016