মনটা আমার পরিযায়ী
ইচ্ছে করে দুনিয়া ঘুরি
সাত সাগর আর তেরো নদী
কিংবা আম্যাজন
       সাগর নদীর ঢেউ মাড়িয়ে
       আর্মাকোন্ডা হিল পেরিয়ে
       যায় সে বৃন্দাবন।

মনটা আমার স্বপ্নচারী
ইচ্ছে করে মেরে তুরি
অচীন দেশের উজির হয়ে
ঘুচাই অবিশ্বাস
       শেষ হয়ে যাক প্রজার দুখ
       ঈদের খুশির মতো সুখ
       থাকুক বারোমাস।

মনটা আমার রঙিন পাখা
যায় না তাকে বন্দী রাখা
স্বচ্ছ জলের উপর ভেসে
আকাশ পানে চায়
       হৃদয় আমার সর্বদু:খী
       দিনমজুরের ঘামেই সুখী
       ভীষণ অসহায়।