দুবাহু পাখির ডানার মতো
প্রশস্ত করে দ্যাখো,
জন্মভূমির বিস্তৃত নীলাকাশ ঘুরে
প্রকৃত ছবি আঁকো।
দেখবে তুমি স্বদেশের প্রাচীরে
হায়েনার আনাগোনা,
কালনাগিনীর বিষাক্ত ছোবলে
রক্তাক্ত প্রতিটি কোনা।
মহাপ্রলয়ের আঁচে
তুষারাবৃত এন্টার্কটিকার তলদেশে,
সফেদ শুভ্ররা করছে সুরা পান
মকমল চাদরে বসে।
কখন যে বর্গি এসে মানচিত্রের ফ্রেম
চুরি করে নিয়ে যায়,
মুখোশধারী কিছু বুদ্ধিজীবী নামধারী
তখনো বুঝে না হায়!