আবার হবে কি দেখা
আবার কি কখনো হবে ভালোবাসাবাসি?
আবার কি কখনো হবে একসাথে চলা
হাতে হাত রেখে দিগন্ত ছোঁয়ার স্বপ্ন বোনা?
দ্বিধাগ্রস্ত আমার চারপাশে অবিশ্বাস
শূন্যতার বেড়াজাল
আমার চারপাশে অবসাদের দীর্ঘ দেয়াল_
তুমি আজ বহুদূর
অনেক দূরের পথ__
তুমি আজ বহুদূর
অজস্র ধূসর স্মৃতি,
তুমি আজ চিরহরিৎ স্বপ্নিল উদ্যানের রাজকীয় মেহমান।
হয়তো আর কোনোদিন দুজনার হবে না দেখা
তাতে কী! তোমার রেখে যাওয়া ভালোবাসার নিদর্শন
আজও ভালোবাসি, সযতনে আগলে রাখি
তোমার বলা প্রতিটি শব্দ, রাগ-অনুরাগ, হাসি তামাশা
সব ভালোবাসি।
তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো হৃদয়ের দেয়ালে টাঙিয়ে
তোমাতেই নিমগ্ন আমি হয়ে গেছি
'তুমি স্মৃতি সংগ্রহশালা'