ভালোবাসারা এখনো সীমাহীন দূরের পথে!
পাহাড়ের সাথে আলিঙ্গনে উদ্যত মেঘের মতন।
ধোঁয়াটে কুয়াশার কাফন মোড়ানো আস্তরণে,
সেই ভালোবাসার নিদ্রাহীন চোখ
নির্ঘুম রাত কাটে একা বসে
ঝাউবনের বিরামহীন কান্না_
অথচ দেখো,
যে মেঘেরা কামনার দীর্ঘ বাসনা নিয়ে
শূন্য ডানায় ভেসে এলো সহস্র মাইল ছুটে;
সবুর কাফনে ঢাকা পাহাড়টা তাদের
দূরে ঠেলে দেয় কী যেন অভিমানে!
তাই তো সীমাহীন বিরহে কাতর মেঘের দু’চোখ
অশ্রু বৃষ্টি হয়ে সিক্ত করে
পাহাড়ের সমস্ত শরীর!