আজ বহুকাল পরে বসেছি আবার বিকেলের নীল রোদে,
শ্যাওলা ধরা পুকুরের ঘাটে-
স্মৃতির আঁচল বিছিয়ে বটের ছায়ায়...
ঝিঁঝিঁ পোকার গানে নিঃশব্দে কান পেতে খুঁজে নেবো আজ
হারিয়ে যাওয়া স্মৃতিগুলোর চেনা গন্ধ,
স্মৃতিকাতর ছোঁয়ায় কাঁদাবো গোধূলিকে-বিরহের মুর্চ্ছনায়,
রোমন্থনে শিহরিত হবো আজ ক্ষয়ে যাওয়া পোড়া মাটির সাথে…!
আজ আবার বসেছি আমি এই চাঁদনী রাতে-জ্যোৎস্নার ধূলায়,
স্মৃতির জানালার সবগুলো নিশান উড়ে দেবো আজ বয়োজ্যেষ্ঠ শূন্য হাওয়ায়…
আজ আকাশের ওড়না দেখে বুঝে নিবো কতটা বদলে গেছে ভালবাসার ভালবাসা,
কতটা বদলে গেছে স্নেহের আদল;
মানুষের স্পর্শে কতটা বদলে গেছে প্রকৃতির উদারতা
কতটা বদলে গেছে পৃথিবী-মানুষের সঙ্গদোষে...!
১৮/৮/২০১৬