তাবিজ একটা দিয়েছে এবার
কাল্লু ঘাটের পীর
কাজ না হলে টাকা ফেরৎ
প্রেম জমে হয় ক্ষীর;

আমেনাদের বাড়ির পিছে
খোকসা গাছের তলায়
পুঁততে হবে মাটির নিচে
গভীর রাত্রি বেলায়;
দিনের আলোয় আমেনা যখন
গাছটি পানে চাবে
আমার প্রেমে উতলা হয়ে
টাস্কি না খাবে!

রাত বারোটায় খোকসা তলে
গেলাম কোদাল হাতে
কোপ মারতেই ঝপাৎ করে
শব্দ হলো তাতে;
শব্দ শুনে ঘেউঘেউ করে
আসলো তেড়ে কুকুর
ভয়ের ঠেলায় কোদাল ছুঁড়ে
দিলাম জোড়ে চিক্কুর;

দৌড়-দৌড়-দৌড়-দৌড়
পাথরে খাইলাম উষ্ঠা
আমেনাকে দেওয়ানা করার
ব্যর্থ হলো চেষ্টা।