এখন আমি সময় করি ধার
আর কটা দিন একটু বেশি যদি
থাকতে পারি তাতেই অহংকার

আর কটা দিন সবার সাথে মিশে
বাঁচিবার সাধ উৎসবে অহর্নিশে

তাই,
সবটা চাওয়ায় একটু সময় আর
শেষ বিকেলে ঝাপসা দুটি চোখে
পেছন ফিরে বারবার তাকাবার।