পেটের দায়ে করলো চুরি এক টুকরো রুটি
অমনি সবাই ছিছি করে ধরলো চেপে টুটি,
গালি দিয়ে সাধুরা কয় চোর-ছেচ্ছর-টোকাই
দেশটা গেল রসাতলে এই ছ্যাঁচড়দের ধোঁকায়।
কেউ জানে না দু'দিন ধরে পায়নি লালু খেতে
গলির পথে বসে ছিল অনেক দু'হাত পেতে,
বস্তিতে তার শিশু বোনটা একলা ঘরে বন্দী
মা-জননী পালিয়ে গেছে, কারো সাথে করে সন্ধি।
খাবার নিয়ে আসছি-রে বোন এই কথাটি বলে
পাষাণ হৃদয় এই শহরের পথটা ধরে চলে,
সাঁঝের বেলা শূন্য হাতে ফিরল যখন ঘরে
বোনটা তার কাঁদছে শুয়ে কাঁপছে ভীষণ জ্বরে।
বোনের মাথায় হাত বুলিয়ে লালু টোকাই ভাবে
এই আঁধারে আবারো সে খাবার খুঁজতে যাবে,
দিনের আলোয় দেয় না যারা ক্ষুধার্তকে খাবার
চুরি করবে তাদের ঘরে জোর খাটাবে এবার__
বহুদিন পর এই লালুরাই মোস্ট ওয়ান্টেড হয়
ক্ষুধার কাছে হেরেছিল ওরা, মেনেছিল পরাজয়।