অল্প কথায় গল্প সারেন
স্বল্পভাষী জনে
সবকিছুতে দেন না মাথা
থাকেন নির্জনে,
স্পষ্টভাষীর স্পষ্ট কথায়
কেউ যদি পায় ঘাত
বুঝবে তাতে নাদান সে লোক
একরোখা নির্ঘাত;
মাধুর্যতা মিষ্টভাষীর
অনেক বড় গুণ
ইর্ষণীয় বাকপটুতায়
কাড়ে সবার মন,
কটুভাষীর কটুক্তিতে
থাকে রূঢ় ভাব
বিস্বাদ তার মুখের কথা
মুগ্ধতার-ই অভাব;
কথায় জয় কথায় ক্ষয়
কথায় লাগে ধন্দ
গরম কথায় যুদ্ধ বাধে
নরমে হয় বন্ধ।