চোখ দুটি আজ বড্ড বেশি পোড়ায় অধরা স্বপ্ন হাতড়ে
পেছনে ফেলে আসা স্মৃতি-বিস্মৃতির চিতায় পুড়ে
ওলট-পালট হয়ে যায় সবকিছু আমার
হৃদয়ের আত্মায় জমে থাকা ঝড়ে।
সময়ের ভাঁজে ভাঁজে পান করেছি তরল দুঃখ ও আগুন
তবুও শেষ হয়নি হৃদয়ে ঝরা অঝোর শ্রাবণ,
সত্যি; আমি বড্ড বেশি আপন করেছি আজ
কষ্টে মোড়ানো জীবন!
এই শোনো....!
আমাকে কি বিভ্রান্ত লাগছে আজ?
লাগে লাগুক...
আমি যে খুঁজে পেয়েছি মরু প্রান্তর
স্পর্শও করেছি তাকে।